Happy Independence Day 2020 Wishes Images, Quotes: স্বাধীনতা দিবসের কী শুভেচ্ছা পাঠাবেন প্রিয়জনদের, জেনে নিন

0

স্বাধীনতা সংগ্রামীদের কিছু অমর উক্তি (Inspiring Quotes By India's Freedom Fighters)

১| কোনও মতাদর্শের কারণে কারও মৃত্যু ঘটতেই পারে। কিন্তু সেই মতাদর্শের মৃত্যু ঘটে না। বরং তা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত (Inspiring Quotes) করে - নেতাজি সুভাষচন্দ্র বসু

২| দেশের স্বাধীনতার জন্য তোমার রক্ত যদি এখনও পর্যন্ত টগবগ করে না ফোটে,

 তাহলে জানবে,

 তোমার শিরা-উপশিরা দিয়ে রক্ত নয়, জল বইছে।

 যৌবনের মূল্য কী, যদি না তা দেশের কাজে লাগে - চন্দ্রশেখর আজাদ

৩| দেশের স্বার্থে কাজ করে যাওয়াটাই প্রতিটি দেশবাসীর প্রধান কর্তব্য - জওহরলাল নেহেরু

৪| আমার শরীরে লাগা প্রতিটা আঘাত ব্রিটিশ শাসনের কফিনে এক একটা পেরেক হয়ে উঠবে

 - লালা লাজপত রায়

Happy Independence Day 2020

Wishes

 Images, Quotes: স্বাধীনতা দিবসের কী

 শুভেচ্ছা পাঠাবেন প্রিয়জনদের, জেনে নিন


৫| মরে যাওয়ার পরেও আমার দেশপ্রেম শেষ হয়ে যাবে না।

 আমার কবর থেকেও দেশ প্রেমের (Country Love) সুগন্ধই মিলবে - ভগৎ সিং

৬| ভূমিকম্প না হলে মহিরুহের পতন সম্ভব নয়। 

তাই ব্রিটিশ রাজকে শেষ করতে সংগ্রাম চালিয়ে যেতেই হবে - মহাত্মা গান্ধী

৭| আমাদের দেশ একটা গাছের মতো। যার কাণ্ড হল 'স্বরাজ্য', 

আর শাখা-প্রশাখা হল স্বদেশি এবং বয়কট - নেতাজি সুভাষ চন্দ্র বসু

৮| ভারতের সংবিধান শুধুমাত্র কিছু কাগজ নয়। 

এটা হল জীবনের গাড়ি, যা দেশবাসী এবং দেশকে এগিয়ে নিয়ে চলেছে 

- বি আর আম্বেদকর

৯| আমরা ভারতীয়। এটাই প্রথম এবং শেষ কথা - বি আর আম্বেদকর

১০| দেশের স্বাধীনতার স্বার্থে আমি যে কাজগুলি করছি, 

তা হয়তো অনেকের চোখে সন্ত্রাসবাদ। কিন্তু আমি সন্ত্রাসবাদী নই - মহাত্মা গান্ধী

আঁধারের কালো পর্দা সরিয়ে শত সহীদের রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো আজ সেই স্বাধীনতা।

স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নিলাম আমাদের প্রণাম তাদের চরণে দিলাম আজ স্বাধীনতার পূর্ণ্য হলো ৭৩ বছর শত কোটি প্রণাম নিও হে বীর অধীশ্বর।

শুভ স্বাধীনতা দিবস ২০২০ এসএমএস 

Happy Independence Day

 2020 sms


ব্রিটিশ শাসক লর্ড কার্জন বঙ্গ করিয়াছিল ভঙ্গ সোনার বাংলা খণ্ডিত হলো বিচ্ছেদি তার অঙ্গ সারা বাংলায় জ্বলে দাবানল লেলিহান শিখা তার ব্রিটিশ শাসনে আগুন ধরাতে ছুটিল দুর্নিবার বিপিনচন্দ্র সুরেন্দ্রনাথ ডাক দিল সকল মানুষকে বয়কট করো ব্রিটিশ দ্রব্য ভালোবাসো যদি ভারত মাকে বাংলায় হবে একটি বাঙালি শত সাহেবের যম ধ্বনিয়া উঠিল তখন গগনে গগনে বন্দে মাতরম।


স্বাধীনতা দিবসে মন …
খুশিতে উচ্ছ্বসিত !
স্বাধীন দেশের জন্মলগ্নে
চঞ্চল হয় চিত্ত !
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

দেশ বন্ধু দেশপ্রিয় দেশ প্রাণ শ্বাসমল তোমাদের জন্যে নয়নের জল আজও করে টলমল দেশের আকাশে দেখা যায়না আজ অযুদ তারকা চন্দ্র ছিন্ন বিনার তরে বাঁধা সমাজ কে দেবে বেঁধে ছন্দ। *** জয় হিন্দ বন্দেমাতরম ***


স্বাধীনতা মানে
লিখতে পারি, বলতে পারি কথা
স্বাধীনতা মানে
লাল সবুজের একখানি পতাকা

স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬শে মার্চ।
স্বাধীনতা তুমি,
সেই আগ্নি ঝড়া রক্তমাখা দিন গুলোর শক্তির প্রভাত।

15 August 2020:
স্বাধীনতা দিবসে এই বার্তাগুলির সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান
রাতের কালোয় জোনাকির আলোয় জুড়াতে যদি চাও প্রাণ, এসো আমার গ্রামে এসো সবারে করি আহ্বান, কাশ বোনের ধারে সন্ধ্যার আঁধারে যদি চাও ভরাতে মন প্রাণ, আমার গাঁয়ে এসে শুনে যাও পাখিদের কলতান। **জয় হিন্দ, বন্দে মাতরম**

তুমি ভারত বীর এগিয়ে চলো কেনো মরার আগে মরবে বলো! সাহস আছে তোমার বুকের মাঝে ঈশ্বর তো তোমার সঙ্গেই আছে, চলো দিল্লি ডাক দিয়ে দেশের পতাকা হাতে নিয়ে। **”” happy independence day


আজ ভারতবর্ষ স্বাধীন, আমরা স্বাধীন ভারতের নাগরিক,

 একথা বলার উপেক্ষা রাখেনা। 

এই স্বাধীনতার নেপথ্যে লুকিয়ে আছে অনেক কাহিনী ও ইতিহাস।

স্বাধীনতার চরম উদ্দেশ্য ছিলো জাতীর সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা। সমস্ত বন্ধন ও পরাধীনতা থেকে জাতীকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল কে মোচন করতে হবে। স্বাধীনতা একটা অপূর্ণ্য সত্য প্রতিটি মানুষের জন্য এই স্বাধীনতা চাই, জাতির এবং ব্যাক্তির অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যাক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করতে পারলে আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করা সম্ভব।

তাই বিপ্লবীদের সাহসিকতা ও কঠোর সংগ্রাম এবং নির্ভয় কর্মসূচির মধ্যদিয়ে 

ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট স্বাধীনতা লাভ করে।

 এই স্বাধীনতার পথ কখনোই সহজ ছিলনা, 

প্রতিটি পদক্ষেপ ছিলো দুর্গম, ভয়ঙ্কর ও অনভিগম্য। 

তবুও প্রাণের বিনিময়ে তারা জাতিকে দিয়েগেছে এক স্বাধীন ভারত।

স্বাধীনতা হীনতায় কাঁদে শত প্রাণ কেদে ছিল একা একা বীর ক্ষুদিরাম, প্রতিবাদ করেছিল হতে নিয়ে বোমা বিদেশি শাসকগণ তাকে করেনি ক্ষমা, এখন আমরা অনেক শুনি ক্ষুদিরামের গান স্বাধীনতা এনে দিতে তিনি দিয়েছিলেন প্রাণ। ~~ জয় হিন্দ বিন্দেমাতর ~

সবে মিলে একবার জয় হিন্দ বলো পায়ে পায়ে সকলে দিল্লি চলো, বুকের রক্ত দিলে দেবো স্বাধীনতা আজাদ হিন্দ ফৌজের সেই বার্তা, ইম্ফলে মনিপুরে উড়ালো নিশান দেশের মহান নায়ক নেতাজী তার নাম।

Happy Independence Day Bangla Status

বুকের রক্ত দাও আমি দেবো স্বাধীনতা লক্ষ্য মানুষ শুনেছিল নেতাজীর কথা, রক্তে রাঙ্গানো লাল পতাকা দিয়ে লাল কেল্লাকে সেদিন দিয়েছিল সাজিয়ে, মুক্তির পথ ধরে দুরাশা কে জয় করে স্বাধীনতা এসেছিল প্রতি মানুষের ঘরে।

  1. বাংলা WhatsApp+Facebook এর সমস্ত রকমের ভালোবাসার স্ট্যাটাস শুধু মাত্র 
  2. Romantic Status তে ক্লিক করুন। দেখুন  
  3. বাংলা সায়েরি সহ প্রেমের কাহিনী ছন্দ কবিতা ফটো স্ট্যাটাস WhatsApp ভিডিও স্ট্যাটাস পান কেবল মাত্র 
  4. Rony_Official তে ক্লিক করুন। 
  5. নিজেকে সবসময় Motivated রাখতে বাংলাতে মোটিভেশন গল্প পড়ুন নিজেকে ভালো রাখুন
  6. Power Motivation তে ক্লিক করুন




  1. Happy Independence Day 2020 In Bengali Language
  2. Independence Day Sms In Bangla font Happy Independence Day Wishes Text Messages


  3. Independence Day Bengali Poems Shadhinota Dibosh Kobita Bangla


  4. Happy Independence Day Bangla Shayari Happy Independence Day Bangla Status


  5. Happy Independence Day Greetings in Bangla Happy Independence Day 2020 Quotes in Bengali


  6. 15th August Bangla SMS Quotes Status Wishes Kobita


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top