সেরা কিছু বুক ফাটানো কষ্টের সায়েরি

0

 সেরা কিছু বুক ফাটানো কষ্টের সায়েরি

ইমোশনাল স্ট্যাটাস আপনাদের ভালো লাগবে। এই ট্যাটাসগুলো থেকে ইমোশনাল ছোট স্ট্যাটাস, কষ্টের ইমোশনাল স্ট্যাটাস, ইমোশনাল এসএমএস এবং ছন্দ পেয়ে গেছেন। আমাদের সাইটটি ভালো লাগলে বুকমার্ক করে রাখুন। 




১। চোখের জল সবাই দেখতে পেলেও 😢😢😢 হৃদয়ের কষ্ট কেও দেখেনা!!!!!

কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে,,,,,,,,,, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন

২। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য........ কোন না কোন মানুষের কাছে ১বার ঠকে যাওয়া টা খুব দরকার।

৩।  আবেগ হল মােমবাতি যা......কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হল সূর্য যা,কখনােও নেভে না।

৪। এখন দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো.,,,,কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি!!!!!!!

৫। যেকোন জিনিস ভাঙলে শব্দ হয়....,,,,, কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।
তাইতো যার মন ভাঙে্গ......... সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার ব্যাথা কত!!!!!!

৬। হ্যা,,,,, আমি খারাপ! কিন্তু আজ পর্যন্ত আমি কারও সাথে বেঈমানী করেনি। 

৭। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে.... মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে। 

৮। একটা মানুষ তখনই কাঁদে......,,, যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।

৯। ভাগ্যের কাছে আমি হার মানি নাই,,,,,,,,,,,,, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে!!!!!

১০। মৃত্যু শুধু দেহের হয় না,,,,,,,,,,,,,,,কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়!!!

১১। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে.....,,,,, কিন্তু সময় ভুলিয়ে দেয়.........
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে...........,,,, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। 

১২। যখন ছোট ছিলাম, সব ভুলে যেতাম,,,,, সবাই বলতো "মনে রাখতে শেখো "
বড় হলাম, কিছু ভুলিনা এখন। কিন্তু দুনিয়া বলছে "ভুলে যেতে শেখো "

১৩। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না
 তারপরও বুকে কষ্ট হলে,,,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে। 

১৪। কষ্ট মধুর হয়ে যায়,,,,,,,,,,, যদি তুমি দাও।
মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি গাও। 

১৫। জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও,,,,,,,,,অপেক্ষায় থাকবো সারা জীবন। 

১৬। তুমি দুরে চলে যাচ্ছ.........আমি বাধা দিবনা।। 
তুমি আমাকে ভুলে যাও,,,,,,,,,, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।

১৭। আমি সত্যিই ব্যার্থ........... কারণ, আমি কোনভাবেই-----তোমাকে বুঝাতে পারিনি। .........আমি তোমাকে কতটা ভালবাসি.......

১৮। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,........ শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। 

*। ভুলটা শুধু আমারি ছিল। কারণ,,,,,,,,,,,,,,,
 স্বপ্নটা যে আমি একাই দেখে ছিলাম।।।।।।।।।

*। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের! কিন্তু,,,,, 
তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো-
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা। ।।।।।।।।

১৯। কেউ কাউকে ভুলে যেতে পারে না......... প্রয়োজন শেষ হয়ে গেছে।। । ।
তাই আর যোগাযোগ রাখেনা। । । 

২০। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।
কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো-----
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top