আপনার পরিবার এবং আপনার জন্য আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিন্দন রইল। দুর্গাপূজা বাংলা সায়েরি স্ট্যাটাস 2021 অসাধারণ সব সায়েরি পাঠান আপনার প্রিয়জনদের

0

 দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা (Greetings message of Durga Puja) আশা করি এই দূর্গা উৎসব আপনার জীবনে সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য আনবে। আপনার পরিবার এবং আপনার জন্য আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিন্দন রইল। ঢাকের মন্ত্রমুগ্ধ আওয়াজ আরও একবার আমাদের জানিয়ে দেয় মা আসছে।



মহালয়া শুভেচ্ছা বার্তা 2021 হ্যাপী দুর্গাপুজা

তোমার জন্য পুজো মানে,

মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু

তোমার জন্য ষষ্ঠী সকাল,

কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।

বিসর্জনের ঢাক উঠলো বেজে
মন লাগে না কোনো কাজে,
নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া
মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া।
- শুভ বিজয়া

মা যে আমার চলে গেলো
মা কে আবার আসতে বলো,
সুখ দুঃখ মিলে মিশে
শুভ বিজয়া জানাই শেষে।

ঢাকের কাঠির বিদায় সুরে
উদাস করে মন,
চললেন মা মহামায়া
আজকে বিসর্জন।
- শুভ বিজয়া

উৎসবের আজ শেষবেলা
শুরু হবে সিঁদুর খেলা,
মনের মাঝে রেখে মা কে
জল ছল ছল এই দুচোখে।
শুভ বিজয়া দশমী

বিসর্জন মানে মা আসবে আবার ফিরে
খুশিতে থাকুক সবাই তোমায় ঘিরে,
মনকে শুধু বোঝাই তবে
আসছে বছর আবার হবে।
- শুভ বিজয়া 


শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো,

আঁধার ভুবন করতে আলো

জাগো তুমি জাগো।

খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার

অসুর নিধন সত্যি করা যায়

প্রমান করো আরও একবার।

Durga Puja Wises 2021 - Durga Puja Wishes, SMS, Quotes In Bengali

Subha Sasti Status Quotes And Message In Bengali :



হিমের পরশ লাগলো প্রাণে

শারদীয়ার আগমনে,

আগমনীর খবর পেয়ে

বনের পাখি উঠলো গেয়ে,

শিশির ভেজা নতুন ভোরে

মা আসছে আলো করে।

- শুভ ষষ্ঠী


মা আসছে ঘরে একটি বছর পরে

প্যান্ডেলেতে বাজলো ঢাক,

লেখা পড়া তোলা থাক।

- শুভ ষষ্ঠী


দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা (durga puja shubhechha) - 

Subha Saptami Bengali Status Quotes And Message :


নীল আকাশের মেঘের ভেলা

পদ্ম ফুলের পাঁপড়ি মেলা ,

ঢাকের তালে কাশের খেলা

আনন্দে কাটুক শারদবেলা।

- শুভ সপ্তমী

আরও পড়ুন,, 

Subha Maha Ashtami Bengali Status Quotes And Message :


* শুভ দুর্গোৎসব! আপনি এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক দেবী দুর্গা।

* হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠল গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছেন আলো করে। শুভ দুর্গাপুজো।

Durga Puja 2021 Bengali Whatsapp Status Video Download (4K Full Screen) 



এলো খুশির শরৎ

একটু হিমেল হাওয়া,

অনেক খুশি অনেক আলো

পুজো এবার কাটুক ভালো।

- শুভ মহা অষ্টমী


Subha Maha Nabami Bangla Status Quotes And Message :


শরৎ মেঘে ভাসলো ভেলা

কাশ ফুলেতে লাগলো দোলা,

ঢাকের উপর পড়লো কাঠি

পুজো কাটুক ফাটাফাটি।

- শুভ মহা নবমী


Subha Bijoya Dashami Bengali Status Quotes And Message :


যেভাবেই আসতে চাও এসো মা দুর্গা

জীবন সংগ্রামে তুমি মাগো করো রক্ষা

ভাবি বারে বারে খুঁজি তোমায় অন্তরে

হৃদয় ওঠে ভরে শেষ হবে আগমনীর প্রতীক্ষা”


বিসর্জন মানে মা আসবে আবার ফিরে

খুশিতে থাকুক সবাই তোমায় ঘিরে,

মনকে শুধু বোঝাই তবে

আসছে বছর আবার হবে।

– শুভ বিজয়া 


মা আসছে ঘরে একটি বছর পরে

প্যান্ডেলেতে বাজলো ঢাক,

লেখা পড়া তোলা থাক।

– শুভ ষষ্ঠী


Subha Sasti Status Quotes And Message In Bengali

দূর্গা পূজা হোয়াটস্যাপ স্ট্যাটাস, দূর্গা পূজা স্ট্যাটাস 2021, ডাউনলোড [Durga Puja Bengali Whatsapp Status Download, Durga Puja Whatsapp Status In Bengali] (Bengali Durga Puja Whatsapp Status 2021, Durga Puja 2021 Bengali, Couple, Bhasan Dance)




হিমের পরশ লাগলো প্রাণে

শারদীয়ার আগমনে,

আগমনীর খবর পেয়ে

বনের পাখি উঠলো গেয়ে,

শিশির ভেজা নতুন ভোরে

মা আসছে আলো করে।

– শুভ ষষ্ঠী


Subha Maha Ashtami Bengali Status Quotes And Message 


এলো খুশির শরৎ

একটু হিমেল হাওয়া,

অনেক খুশি অনেক আলো

পুজো এবার কাটুক ভালো।

– শুভ মহা অষ্টমী


শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো,

আঁধার ভুবন করতে আলো

জাগো তুমি জাগো।

খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার

অসুর নিধন সত্যি করা যায়

প্রমান করো আরও একবার।

Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, Whatsapp Status, Wishes



তোমার জন্য পুজো মানে,

মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু

তোমার জন্য ষষ্ঠী সকাল,

কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।



দিকে দিকে আজ দূর্গা পূজা

নতুন সাজে নতুন ভাবে

সেজেছে আজ সবে গভীর আনন্দে

কৃপাময়ী দূর্গা তোমায় প্রণাম”

*** Subho maha astomi***


“অষ্টমীতে ভোগ দশমীতে সিঁদুর খেলা

তোমার সাথে আড্ডা দেবো

পুজোর বিকেল আর সন্ধ্যা বেলা”


কলা বউ স্নান দিয়ে হলো সপ্তমী শুরু

সকালের প্রথম দেখায় মজেছে মনটা গুরু

অষ্টমীর অঞ্জলী দিয়েছি সবাই মিলে

নবমীর দিনটা কাটে গান আর কুইজ খেলে”


“আশ্বিন মাসের দূর্গা পূজার ঢাকে পরলো কাঠি

শরৎ আকাশের আলো লেগে সোনা হলো মাটি

সবার মনোবাসনা পূর্ণ করুন মা অন্তর্যামী

শুভেচ্ছা জানাই তোমায় আজ মহা অষ্টমী”


দুর্গাপূজা ২০২১ : আপনার প্রিয়জনদের শারদীয়ার শুভেচ্ছা জানান এই মেসেজগুলির মাধ্যমে




“বছর ঘুরে এলো দূর্গা পূজা

এসো সবাই মিলে করি মজা

অঞ্জলী শেষে ঘুরবো সবাই

পড়বো পাঞ্জাবী শাড়ি

পিঠা পায়েস মিষ্টি সন্দেশ

খাবো সবার বাড়ি”

*** Subho maha saptami ***



“বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা

আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা

কেউ পরবে নতুন জামা মাথায় লাল ফিতে

আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে”

*** Subho maha saptami ***


Durga Puja Images in Bengali

“পথে পথে ছড়িয়ে আছে শিউলি ফুলের আল্পনা

মেঘ বলাকার পাখায় পাখায় হাজার কবির কল্পনা

মেঘে মেঘে রোদের আলোয় খেলে সোনা রঙগুলি

আঁধার গেছে টুটে এসেছে দূর্গা পূজার দিনগুলি”

*** Subho maha saptami ***


আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে

গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে

মহা সপ্তমী তে দেবী মহামায়া

মায়াতে মোহিত আজ সারা দুনিয়া”


“মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক

যে যেখানে আছে সবাই ভালো থাক

ঘাসের বুকে শিউলি ঝরে পড়ে

কাশ ফুলেরা মাকে প্রণাম করে

চারিদিকে বাজে পূজার আগমনী

শুনি দূর্গা মায়ের আসার চরণ ধনী

সকলকে আজ জানায় শুভ সপ্তমী”


মেঘ ছুট আকাশটা নীল ওই

কাশ ফুল মাটিতে থৈ থৈ

বাজে ওই ঢাকের পাগল সুর

শুনতে লাগে বেশ মধুর”


Durga Puja Messages in Bengali

“পঞ্চমীতে মা দুর্গা এলো দশ হতে তার অস্ত্র

মাকে নিয়ে উঠলো মেতে আনন্দে সব ব্যাস্ত

সঙ্গে এলো চার সন্তান কিন্তুু ভোলা নাই

অভিমানে ভোলা বাবা গায়ে মেখেছেন ছাই

ষষ্ঠীতে বোধন পূজা হবে বেল তলায়

সপ্তমীতে দেবীর পূজা বাড়ির আঙ্গিনায়

মহাঅষ্টমীর শুভ লগ্নে হবে নাচ গান

আনন্দ করো সব খুলে মন প্রাণ”


আজ বাজে মনের মাঝে আগমনের গান

জগৎ জননী মাকে করি আহ্বান”


“শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের তরী

মা দুর্গার রথ চড়ে আসেবে আঁধার আলো করি

আকাশে বাতাসে আজ আনন্দের পূজা

ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা”


পুজো পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে, সাদা কাশ ফুল উরে যায় শরতের বাতাসে, মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন, এক সপ্তাহ পরে ষষ্ঠীতে মায়ের বোধন”


Durga Puja Greetings in Bengali

“পুজোর কটা দিন সকলের ভালো যাক

সবাইকে জানাই গুড উইশ গুড লাক

আনন্দ হাসি গান উইথ লাভ অ্যান্ড মোর ফান

বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রাণ”


সপ্তমী পূজারশুভেচ্ছা শুভ বিজয়ার

শুভেচ্ছা বার্তা শুভ শারদীয়া

দুর্গাপূজা নিয়ে লেখা

দূর্গাপূ জার ছবি

শুভ সপ্তমী

Image



মা আসছেন আমাদের কাছে একটি বছর পরে

তাই কতো রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে ঘরে

মোড়ে মোড়ে বসবে মেলা জ্বলা নেভা আলোর খেলা

সন্ধ্যায় আরতি হবে বাজবে ঢাক আর ঢোল”


“সপ্তমী অষ্টমী আর মহা নবমীতে

ভক্তি ভরে অঞ্জলী দিও মা জননীকে

ঢাক ঢোল আর শঙ্খ বাজবে পূজার আরাধনায়

পূজা মন্ডপ গন্ধে আকুল ফুল মালা ধুপ ধুনায়

সন্ধ্যা আরতি কালে জমে ধনুচির নৃত্য

মহা আনন্দে কাটবে দিন বাচ্চা থেকে বৃদ্ধ”



প্যান্ডেলে প্যান্ডেলে বিচিত্র আলোর খেলা

চারিদিকে জম জমাট রঙিন খুশির মেলা

ষষ্ঠীতে হয় উদ্বোধন খোলে ফুর্তির দুয়ার

আনন্দের বান ডাকে আর আসে খুশির জোয়ার”


“পুজো মানে আনন্দ পুজো মানে ঢাকের ছন্দ

পুজো মনে আলোর খেলা আর খুশির মেলা

পুজো মানেই ঘোরাঘুরি নানা রকম খাওয়া দাওয়া

পুজো মানেই হই হুল্লোড় নতুন নতুন চাওয়া পাওয়া”

শুভ শারদীয়া বাংলা মেসেজ 2021

Happy Durga Puja in Bengali Language

দুর্গাপূজা বাংলা WhatsApp Status

DurgaPuja Bangla WhatsApp Status



মা জননী তুমি অন্তর জামীনী

মঙ্গল করো সবার তৃনয়নী

মনের কথা তোমায় জানাই

মা তোমার আশীষ যেনো পাই

হৃদয়ে লাগলো সুখের টান

পূজা মণ্ডপে হবে মায়ের জয়গান”


আশ্বিন মাসের ভূবন জুড়ে

ভোলে বাবার কৈলাস ছেড়ে

লেগেছে কাসের বনে দোল

মা ঘরণী আসে উরিয়ে আঁচল”



ষষ্ঠী থেকে আরম্ভ করে

দশমীতে ভরবে জীবন সবার দুষ্টুমিতে

অঞ্জলী দিয়ে পায়ে বলবো মাকে

সবাই যেনো মাগো সুখে থাকে”



খুলে দিয়ে বন্ধ দুয়ার আসবে আপনজন

বছর ঘুরে আবার হবে খুশির আয়োজন

শরতের আকাশ জুড়ে মায়ের আগগম

দুর্গতি নাশিনী মায়ের পড়বে শ্রী-চরণ”



পুজো মানেই কাশ বনে ঢেউ তুলে মেঘের ভেলা

আগমনীর সুরে খুঁজে পাওয়া হারানো ছেলেবেলা”

পূজো পূজো গন্ধ ভাসে শরতের বাতাসে

ঘুম ভাঙ্গলো চণ্ডী পাঠে সাত সকালের আকাশে

দেখতে যাবো কলকাতার ঠাকুর মেট্রো গাড়ি চেপে

তার চোখে পড়লে চোখ হৃদয় উঠবে কেপে”



দিন ফুরিয়ে যায় সময় চলে যায়

সিঁদুর খেলার শেষে মা যে চলে যায়

যে যেখানে থাকো সকলে ভালো থেকো

বিদায়ের সুরে সুরে মাকে মনে রেখো”


“তোমার করুণা শত ধরা বাহিনী

তোমার চরণ বিনা আর বেশি চাইনি

তুমিতো শক্তি মাগো দাও সকলের মুক্তি

থাকো মা আরও কদিন করি তোমার ভক্তি”


Quotes on Durga Puja in Bengali

DurgaPuja Bangla FaceBook Status

দুর্গাপূজা বাংলা ফেসবুক স্ট্যাটাস



পঞ্চমী থেকে দশমী ঢাকের তালে তালে নাচলো মন

সব কাজ ভুলে আনন্দ উত্তালে মাতবে বিশ্ব ভুবন

থাকবে মা শুধু এই কটি দিন তার পর নেবে বিদায়

বছর পরে আসবে মা ঘরে থাকতে হবে অপেক্ষায়”


বিসর্জনের ঢাক উঠলো বেজে

মন লাগে না কোনো কাজে,

নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া

মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া।

– শুভ বিজয়া


মা যে আমার চলে গেলো

মা কে আবার আসতে বলো,

সুখ দুঃখ মিলে মিশে

শুভ বিজয়া জানাই শেষে।


Durga Puja Quotes in Bengali Font


“থাকো মা তুমি আরও কদিন ছেড়ে চলে যেওনা

আসো বছরে একবার কেনো দু তিন বার আসোনা

দশমীর সন্ধ্যে সবার মধ্যে বিশন্নতার ছবি আঁকে

জয় মা দুর্গা বলি তোমায় চাইনা মন যেতে তোমায় দিতে”


সবার চোখে জলের ধারা

সিঁদুর দেওয়া হলো সারা

পূজারী পূজা করলো সমাপন

জলের পাত্রে মায়ের বিসর্জন”



“আসছে বছর আবার হবে

ফিরবে মা আবার আপন ঘরে

দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে

মন তাই আজ কেমন করে”



সুখে দুঃখে রাত্রি দিনে

জয় দূর্গা বলো সবাই মিলে

মাকে ডাকি আমরা সবাই

সব দুঃখ ঘুচবে মোদের ভাই


পুরাণে তুমি মাগো যোগমায়া

কলিতে তুমি মহামায়া

কৈলাশে তুমি মা শিবপত্নী

ধরনীতে মা তুমি অসুর নাশিনী

চণ্ডী তুমি মাগো তুমি শিবানী

সকলে কে জানাই শুভ নবমী”




সোনালী আকাশ শীতল বাতাস

পৃথিবীতে আজ সুখেরি আভাস

দুর্গা মায়ের আজ নবমী পূজা

ধরণী ভরিয়েছেন মা দশভূজা”


ঢাকের কাঠির বিদায় সুরে

উদাস করে মন,

চললেন মা মহামায়া

আজকে বিসর্জন।

– শুভ বিজয়া



উৎসবের আজ শেষবেলা

শুরু হবে সিঁদুর খেলা,

মনের মাঝে রেখে মা কে

জল ছল ছল এই দুচোখে।

শুভ বিজয়া দশমী


“বিপদ তারিণী মাগো আমার

প্রণাম করি তোমায় বারে বার

মন প্রাণ দিয়ে মার পূজা করি

সকলকে জানাই শুভ নবমী”


Subha Maha Nabami Bangla Status Quotes And Message 

শুভ মহানবমী বাংলা কবিতা মেসেজ 2021

শরৎ মেঘে ভাসলো ভেলা

কাশ ফুলেতে লাগলো দোলা,

ঢাকের উপর পড়লো কাঠি

পুজো কাটুক ফাটাফাটি।

– শুভ মহা নবমী


“দূর্গা মা তোমার নেই তুলনা

তুমি সারা জগতের মা”


সপ্তমী পূজার শুভেচ্ছা দূর্গা পূজার ছবি

শুভ সপ্তমী মা আসছেন quotes

শুভ সপ্তমী ইন বাঙ্গালী

দূর্গা পূজার শুভেচ্ছা বক্তব্য

শারদীয় শুভেচ্ছা ছবি



 আশা করি মা আপনাকে জীবনের সমস্ত প্রতিকুলতার মুখোমুখি হওয়ার জন্য সাহস এবং শক্তি দেবে। এই দূর্গা পূজা আপনার জীবন আনন্দ এবং খুশিতে ভরে উঠুক। হ্যাপি দূর্গা পূজা।



শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা আকাশ। কাশ ফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে। তাই তোমায় জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।



শুভ দূর্গা উৎসব। আশা করি মা দূর্গা আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুক এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে সমস্ত বাধা পেরিয়ে জীবনে এগিয়ে চলার শক্তি দেন। দূর্গা পূজা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।




আশা করি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চ্যালেঞ্জ মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। এই দূর্গা পূজা আপনার জীবনে অনেক আনন্দ বয়ে আনুক। আশা করব এই দূর্গা উৎসব আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আনন্দে কাটাবে। আপনাকে এবং আপনার প্রিয়জনকে দূর্গা পূজার শুভেচ্ছা রইল।



আশা করি এই দূর্গা পূজা তোমার জীবনের সেরা দূর্গা উৎসব হতে চলেছে। দূর্গা মায়ের আশীর্বাদ তোমার এবং তোমার পরিবারে শান্তি বজায় থাকুক। এই পূজায় পরিবারের সকল সদস্যের সঙ্গে আনন্দে মেতে উঠুন। শুভ দূর্গা পূজা।



আশা করি, মা দূর্গা সবসময় আপনার জীবনে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে এবং সবসময় আপনাকে সব সমস্যার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে। এই দূর্গা পূজা শান্তি এবং আনন্দের সঙ্গে উদযাপন করুন। হ্যাপি দূর্গা পূজা।




তোমাকে এবং তোমার পরিবারে সদস্যদের দূর্গা উৎসবের শুভ কামনা রইল। আশা করি এই পূজায় আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সহিত উদযাপন করতে পারেন। শুভ দূর্গা পূজা।




সুখ, আনন্দ এবং হৃদয়পূর্ণ ভালোবাসা দিয়ে শারদীয়ার উৎসব উদযাপন করুন। মা দূর্গার আশীর্বাদে পরিবার এবং বন্ধুদের সঙ্গে পূজার দিনগুলি মজায় উপভোগ করুন। শুভ দূর্গা পূজা।


Durga Puja 2020 Maha Ashtami Wishes In Bengali: শুভ অষ্টমীর শুভেচ্ছা, Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS পাঠিয়ে শুভেচ্ছা জানান পরিবার-পরিজনকে




আশা করি মা দূর্গা আপনার সমস্ত বিপদ দূর করে আপনাকে একটি সুন্দর সুস্বাস্থ্য ও সুখ দান করবে। দূর্গা পূজার অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। প্রার্থনা করি ভগবান আপনার জীবনে সমস্ত সুখ দান করুক।




আমি প্রার্থনা করি যে মা দূর্গা আপনাকে এবং আপনার পরিবারকে তার নয়টি সেরা শক্তি নাম, স্বাস্থ্য, খ্যাতি, সম্পদ, সুখ, ভক্তি, মানবতা, শিক্ষা এবং শক্তি দান করেন। আপনাকে দূর্গা পূজার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।




আশা করব দেবী দূর্গা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং সারাজীবন তার আশীর্বাদ আপনার সাথে থাকবে। দূর্গা পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।



একটি সুখ এবং শান্তিপূর্ণ বছরের কামনা করি। মা দূর্গা আপনার সকল প্রত্যাশা আলোকিত করুক এবং আপনি যা কিছু করতে চান তাতে আপনাকে আনন্দে ভরিয়ে তুলুক। হ্যাপি দূর্গা পূজা।



আপনাকে এবং আপনার পরিবারকে আমার তরফ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রার্থনা করব মা দূর্গা যেন আপনাকে চির আনন্দ, সাফল্য এবং সৌভাগ্য আশীর্বাদ করেন।



দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ১


তুমি আমার জীবনে আসার পর প্রতিটি দূর্গা পূজা আমি আরও বেশি করে আনন্দ উপভোগ করে কাটাই। এই দূর্গা পূজায় আমি মা দূর্গার কাছে প্রার্থনা করব যাতে আমরা এইভাবে প্রত্যেক দূর্গা উৎসব আনন্দ করে কাটাতে পারি। তোমাকে দূর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস 

Durga Puja Bangla Heart Touching Whatsapp Status | 



এই উৎসবের দিনে তুমি আমার জীবনে সবচেয়ে স্পেশাল ব্যক্তি। তাই এই পূজায় মা দূর্গার কাছে প্রার্থনা করব তোমার জীবনে সব লক্ষ্য এবং সকল স্বপ্ন পূরণ হওয়ার জন্য। চিরজীবন এইভাবেই আমার পাশে থেকো। তোমাকে দূর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৩


এই দূর্গা উৎসব আমার কাছে খুব আনন্দের কারণ এই পূজায় আমরা দুইজনে একসঙ্গে মা দূর্গার আশীর্বাদ নেব। আমি খুব গর্বিত কারণ প্রত্যেক পূজায় আমি তোমাকে পাশে পাব। দূর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভালোবাসাকে।



আশা করি এই দূর্গা পূজা আমাদের জীবনে আরও খুশি এবং ভালোবাসা বয়ে আনবে। দেবী দূর্গার কাছে প্রার্থনা করব চিরজীবন যেন আমরা এইভাবে একসঙ্গে কাটাতে পারি। হ্যাপি দূর্গা পূজা।



তুমি আমার জীবনে সব সুখ নিয়ে হাজির হয়েছ। আমার জীবন পরিপূর্ণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মা দূর্গার কাছে প্রার্থনা করব মা যেন তোমার জীবনে হাসি খুশিতে ভরিয়ে তোলে। শুভ শারদীয়া মাই ডিয়ার।



এই শারদীয়া উৎসব আমরা দম্পতি হিসাবে মা দূর্গার আগমন উদযাপন করব একসঙ্গে। আশা করি মা দূর্গা তোমার জীবনে সমস্ত সুখ ভরিয়ে তুলুক। প্রত্যেকটি দূর্গা উৎসব আমরা যেন একসঙ্গে উদযাপন করতে পারি এই প্রার্থনাই করব। আমার তরফ থেকে আমার জীবনের ভালোবাসাকে জানাই শুভ দূর্গা উৎসব।




আমি চাই এই দূর্গা পূজা তোমার জীবনে সবচেয়ে খুশির উৎসব হোক। তোমার জীবন খুশি এবং দূর্গা মায়ের আশীর্বাদে ভরে উঠুক। আমি তোমাকে খুব ভালোবাসি। এই বছর একটি কালারফুল দূর্গা উৎসবের শুভ কামনা রইল। শুভ শারদীয়া।



প্রত্যেক বছর দূর্গা উৎসবটি আমার কাছে এটি একটি অসাধারণ অনুভব, কারণ আমি প্রত্যেক দূর্গা পূজা তার সাথে উপভোগ করতে ভালোবাসি যাকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। চলো এই পুজোতেও আবার আমরা একসঙ্গে মায়ের স্বাগতম করি। শুভ দূর্গা পূজা।



এই দূর্গা পূজা হয়তো তুমি আমার সাথে থাকতে পারবে না। কিন্তু প্রত্যেক বছর দূর্গা পূজায় আমাদের একসঙ্গে কাটানো দিনগুলি আমার স্মৃতিতে থাকবে। এই দূর্গা পূজায় তোমার কথা ভেবে তোমায় খুব মিস করব। শুভ শারদীয়া মাই লাভ। আশা করি তোমার জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক।



এই শারদীয়া উৎসবে তোমায় জানাই দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং সেরা শুভেচ্ছা রইল। এই পূজায় মা দূর্গার কাছে একটা প্রার্থনা থাকবে যাতে তোমার সব স্বপ্ন এবং ইচ্ছা পূরণ হোক। হ্যাপি দূর্গা পূজা মাই লাভ।




মায়ের আগমনের আবার একটি নতুন বছর। আর আমি খুব ভাগ্যবান যে এই পুজোতেও আমি তোমার সঙ্গে আনন্দে কাটাতে পারব। আমি মা দূর্গার কাছে প্রার্থনা করব এই পূজা তোমার জীবনে পৃথিবীর সব সুখ নিয়ে আসুক। এই আনন্দময় উৎসবের দিনে আমার ভালোবাসার মানুষকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।



প্রত্যেক বছরের মতো এবছরও মা দূর্গা তোমার জীবন খুশিতে ভরিয়ে দেয়। মায়ের কাছে আমি প্রার্থনা করব যাতে আমাদের ভালোবাসার বন্ধন চিরজীবন এইভাবে অটুট থাকুন আর আমরা যেন একে ওপরের পাশে সারাজীবন এই ভাবে থাকতে পারি। দূর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।


দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা ! দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস



দূর্গা পূজার এই ম্যাসেজগুলি আপনি আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীদের শারদীয়ার শুভেচ্ছা জানাতে শেয়ার করতে পারবেন।



আশা করি মা দূর্গা আমাদের পারিবারিক শান্তি এবং সমৃদ্ধির পথ দেখাবেন এবং বিপদের দিনে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করবেন। শুভ দূর্গা পূজা।


আশা করি মা দূর্গা আমাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখবে এবং পরিবারের সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। এই পূজায় আমি মায়ের কাছে প্রার্থনা করব তিনি যাতে আমাদের পরিবারের বন্ধন এইভাবে সারাজীবন অটুট রাখে। আমার পরিবারের সকল সদস্যকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।


পুজো স্পেশ্যাল: প্রিয়জনকে শারদীয়া শুভেচ্ছা জানান এই মেসেজ ও উইশগুলির মাধ্যমে

আমার পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশীদের জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এবছর মা দূর্গা নতুন রুপে নতুন করে সকল শক্তি সাথে আগমন হবেন এবং আমাদের সকলকে বিপদের হাত থেকে নিরাপদে রাখার আশীর্বাদ করবেন। দূর্গা মায়ের কাছে প্রার্থনা জানাব তিনি যেন আমাদের সমস্ত বাধা পেরিয়ে যাওয়ার পথ দেখান।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৪


আমি এই পরিবারের একজন সদস্য হয়ে গর্ব অনুভব করি। এবছর দূর্গা পূজা সবার ভালো কাটুক এবং আনন্দের সাথে কাটুক প্রার্থনা করব। আমার সকল পরিবারের সদস্যকে জানাই দূর্গা পূজার শুভেচ্ছা এবং ভালোবাসা।



আমার পরিবারের সকল সদস্যদের এবং আত্মীয়স্বজনদের শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। চলুন আরও একবার সবাই মিলে একসঙ্গে মায়ের আগমনের উদযাপন করি। সবাই মিলেমিশে খুশির স্রোতে ভেসে যাই। হ্যাপি দূর্গা পূজা।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৬


আশা করব শারদীয়া উৎসবের এই রঙগুলি চিরকাল আমাদেরে সঙ্গে থাকবে। আশা করব এই শারদীয়া উৎসবের আনন্দ পরিবারের সকল সদস্যকে স্পর্শ করবে। দুর্গা পূজার শুভ কামনা রইল।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৭




আশা করব মা দূর্গা আপনার সাফল্যের পথ আলোকিত করে তুলবেন। এবার দুর্গা পূজা আমাদের পরিবারে খুশি বয়ে আনুক। সকল পরিবারকে আমার তরফ থেকে দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম রইল।


দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৮


আমাদের জীবন একটি যাত্রা এবং আশা করব সেই যাত্রা মায়ের আশীর্বাদে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে একটি সুন্দর যাত্রায় পরিণত হবে। শুভ দুর্গা উৎসব।


নতুন সাজে নতুন রূপে সাজবে সবার মন

পূজার দিনে হাসি খুশিতে কাটবে সারাক্ষণ

কদিন পরেই চলে যাবে মা ভাসিয়ে চোখের জলে

ঠাই দিও মাগো তুমি মোদের তোমার চরণ তলে”


শরৎ এর আকাশ, শিউলি ফুলের গন্ধ, কাশের দোলা সাথে ঢাকের বাদ্যি সবমিলিয়ে পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। মায়ের আগমনকে ঘিরে আবারও একটা বছর সবাই মেতে উঠি আনন্দে। শারদীয়া উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি মা আপনাদের সকলের জীবন আনন্দে ভরিয়ে তুলুক।


অদূরে কাশের ফুল সারি সারি দলে

ঢেউ তুলে হিল্লোলে

সমীরণ বাঁধবে সকলকে বাহুডোরে

নাম লিখি দুর্গা সহায় মমচিত্তে

টুটবে গ্লানি ফুটবে হাসি নিতিনিত্যে”


মায়ের আগমনে আমাদের পরিবার ভরে উঠুক খুশির হাওয়া। চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে মিলে। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আবারও মা আসছেন বছর ঘুরে। মায়ের আগমনের সুরে জানাই আমার পরিবারের সকলকে দূর্গা পূজার আগাম শুভেচ্ছা।

আরও পড়ুন ২০২১ এর সেরা স্ট্যাটাস গুলি

Durga Puja ( দুর্গা পূজা ) Wishes in Bengali

শুভ দূর্গা পূজা শুভেচ্ছাবার্তা | Durga Puja Messages, Images, SMS

শুভ ষষ্ঠী এর শুভেচ্ছাবার্তা | Happy Sasthi Greetings

শুভ সপ্তমী এর শুভেচ্ছাবার্তা | Happy Saptami Wishes

শুভ অষ্টমী এর শুভেচ্ছাবার্তা | Messages for Ashtami

শুভ নবমী এর শুভেচ্ছাবার্তা | Wishes for the Ninth Day of Durga Puja, Nabami

শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা |

 Bijoya Dashami Messages, Images and more

Happy Durga Puja Greetings, Messages & Photos in Bengali



আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন


হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। *** হ্যাপি দূর্গা পূজা ***



কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা



নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক সারা বেলা। == হ্যাপি দূর্গা পূজা ==



আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন


মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দূর্গা পূজা।



শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।


ষষ্ঠীতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা। অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ।

শুভ দূর্গা পূজা



পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা… পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মা কে কাছে পাওয়া….. পূজো মানে একটু আরাল হয়ে, হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা….পূজো মানে অনেক খুশি অনেক আলো, পূজোর দিন গুলি সাবার কাটুক ভালো….. জয় মা দুর্গা সবাই বলো….


শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা


এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷

শুভ দূর্গা পূজা



এলো খুশীর শরৎ, একটু হিমেল হাওয়া। পূজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শারদীয়ার শুভেচ্ছা রইলো



আরও পড়ুন বাংলা সায়েরি গুলি

দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের খেলা৷ ভালো হোক , সুখের হোক দুর্গা মায়ের পূজা, সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা৷


ষষ্ঠী তে খুশির আমেজ, সপ্তমী তে নাচ গান , অষ্টমী আর নবমী তে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান আর দশমী তে বিদায়ের সুরে কাঁদা। শুভ দূর্গা পূজা



ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া,

সপ্তমী হোক শিশির ধোয়া।

অঞ্জলি দাও অষ্টমী তে

দশমী টে হোক মিষ্টি মুখ,

পূজা তোমার খুব জমুক।



হিমের পরশ মনে জাগে,

সবই যেন নতুন লাগে আগমনির।

খবর পেয়ে বনের পাখী উঠল জেগে,

শিশির বেলা নতুন ভরে মা আসছে মর্ত্যলোকে।



নীল আকাশে মেঘের ভেলা,

পদ্ম ফুলের পাপড়ি মেলা।

ঢাকের তালে কাশের খেলা,

আনন্দে কাটুক শারদ বেলা।

হ্যাপি দুর্গা পুজা।


ষষ্টিতে তে থাক নতুন ছোয়া, সপ্তমী হোক শিশির ধোয়া। অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টিমুখ, পূজো এবার ভালো কাটুক

Bengali Whatsapp Status Download



শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন, শুভ শীতল কাশের শোভায়ে জুড়ল দু নয়ন। আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, শারদীয়ার দিনগুলো হউক আনন্দ মধুর। শুভ দুর্গা পুজা।



বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে মেঘের ভেলা। ওয়ার্ক স্টেশনে আমার এবার। কাজ থামাবার পালা! ### শুভ দূর্গা পূজা ###



ঢাকেতে পরেছে কাঠি, পূজো হবে ফাটাফাটি। পূজো পূজো কত আশা, ইচ্ছে পূরণের অভিলাশা। — শুভ ষষ্ঠী



শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।

শুভ মহাষষ্ঠী



পূজার বাঁশী বাজে দূরে

মা আসছেন বছর ঘুরে

শিউলির গন্ধে আগমনী

কাশের বনে জয়ধ্বনি

নীল আকাশে মাকে খুঁজো

হাসি খুশি কাটুক পূজো।

শুভ মহাষষ্ঠী



হিমের পরশ লাগে প্রানে

শারদীয়ার আগমনে

আগমনীর খবর পেয়ে

বনের পাখি উঠল গেয়ে

শিশির ভেজা নতুন ভরে

মা আসছেন আলো করে।

শুভ মহাষষ্ঠী



আসছে পূজো, বাজছে ঢাক! তোরা সবাই ভালো থাক!

ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো



ঢাকের আওয়াজ ঢাই কুর কুর

শোনা যায় ঐ আগমনীর সূর।

মায়ের এবার আসার পালা

শুরু হলো মজার খেলা।

তাই নিয়ে এই সুখি মন জানাই আগাম অভিনন্দন।

শুভ মহাষষ্ঠী



শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।

*** শুভ মহাষষ্ঠী ***



কাশের বনে লাগলো দোলা, পূজো এলো ঐ, এক বছরের প্রতিক্ষা শেষ হল তাই, শারদীয় শুভেচ্ছা!



শরৎ সকাল হিমেল হাওয়া,

আনমনে তাই হারিয়ে যাওয়া।

কাশফুল আর ঢাকের তালে,

শিউলি ভেজা এই সকালে;

মা এসেছেন বছর ঘুরে।

পুজোর হাওয়া জগত জুড়ে।

শুভ মহাসপ্তমী



পাড়ায় পাড়ায় – মণ্ডপে মণ্ডপে জ্বলছে আলো, পূজোর মাসটি কাটুক সবার ভালো……সুপার ডুপার হ্যাপি মহাসপ্তমী



শরৎ এর আকাশ, রোদের ঝিলিক; শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে আবার, দরজা কেন বন্ধ? পূজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী, পূজো আসতে আর যে নেই একটি দিনও বাকি।

শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা রইলো



শরৎ এর আকাশ, রোদের ঝিলিক; শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে আবার, দরজা কেন বন্ধ? পূজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী, পূজো আসতে আর যে নেই একটি দিনও বাকি।

শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা রইলো


মা আসছে ঘরে, একটি বছর পরে পূজো বাড়িতে বাজলো ঢাক, লেখা পড়া তোলা থাক… শুভ মহাসপ্তমী



শরৎ মেঘে ভাসলো ভেলা, কাশ ফুলেতে লাগলো দোলা, ঢাকের উপর পরুক কাঠি, পূজো কাটুক ফাটাফাটি। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক আভিনন্দন

Maha Ashtami Wishes in Bengali and Hindi: Durga Ashtami Whatsapp Messages, GIF Images, Quotes & Facebook Status to Wish Subho Ashtami 2017 Greetings



পূজার বাঁশী বাজে দূরে মা আসছেন বছর ঘুরে শিউলির গন্ধে আগমনী কাসের বনে জয়ধ্বনি নীল আকাশে মাকে খুঁজো হাসি খুশি কাটুক পূজো । শুভ মহাসপ্তমী



শরত সকাল হিমেল হাওয়া আনমনে তাই হারিয়ে যাওয়া কাশফুল আর ঢাকের তালে শিউলি নাচে ডালে ডালে মা আসছেন বছর ঘুরে পুজোর হাওয়া তাই জগত জুড়ে ।



ঢাকের আওয়াজ ধাই কুরকুর শোনা যায় ওই আগমনী সুর মায়ের এবার আসার পালা শুরু হল মজার খেলা তাই নিয়ে এই সুখ মন জানাই তোমায় অভিনন্দন । শুভ মহাসপ্তমী



শরত তোমার অরুণ আলোর অঞ্জলি..” -রবীন্দ্রনাথ ঠাকুর

আশ্বিনের এই শারদ-প্রাতে দিনগুলি হয়ে উঠুক আরো আনন্দ-মুখর.. শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা..



চারিদিকে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা এই মন.. খুশির শরত আকাশ জুড়ে দুলছে কাশের বন শারদ প্রভাত জানান দিচ্ছে মায়ের আগমন..মহাঅষ্টমী এর প্রীতি শুভেচ্ছা রইলো



নীল আকাশে মেঘের ভেলা পদ্মফুলের পাপড়ি মেলা ঢাকের তালে কাশের খেলা মজায় কাটুক শারদবেলা শুভ শারদিয়া



মা দূর্গা তোমার এবং তোমার পরিবারের মঙ্গল করুন…এবারের পুজো হয়ে উঠুক তোমার জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো… দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা…



শক্তি, ভালবাসা এবং মাতৃত্বের প্রতীক মা দূর্গা…. বাঙালির জগজ্জননী মা দূর্গা আবার আজ ধরাধামে… শুভ মহাঅষ্টমী..



মা দুর্গা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন। শুভ মহানবমী।

নবমীর অনেক অনেক শুভেচ্ছা…সবাই উপভোগ করো পুজোর শেষ দিনটি. শুভ মহানবমী।



মহানবমীর উৎসব আনন্দ ও সমৃদ্ধির হয়ে উঠুক। মহাভমীর পবিত্র অনুষ্ঠানটি এখানে এবং পরিবেশটি ভরাট জন্ম ও প্রেমের স্পিরিট সহ। আশা করি এই উৎসব টি সবার জন্য শান্তি,সমৃদ্ধি আনবে। শুভ নবরাত্রি & মহানবমী



মা দুর্গা এর আশীর্বাদ নিয়ে আপনার মনের প্রত্যেক প্রার্থনা পরিপূরণ করা। শুভ নবমী ।


মা দুর্গার আশীর্বাদ আপনাকে সঠিক পথে পরিচালিত করতে এবং আপনার সমস্ত প্রচেষ্টাতে সহায়তা করতে পারে। সকলের কাছে দুর্গা নবমীর আন্তরিক শুভেচ্ছা


দুর্গাপূজা একটি ধন্য সময় মা দুর্গার গৌরবতে আনন্দ করুন এবং দেবীর সমস্ত আশীর্বাদ উদযাপন করুন আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শুভ দুর্গা নবমী।

Maha Saptami Wishes In Bengali: শুভ সপ্তমীর শুভেচ্ছা! ডিজিটাল পুজোয় ডিজিটালি শুভেচ্ছা, আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি



মঙ্গলভাব আমাদের চারপাশের বিশ্বে প্রবাহিত হোক, দুর্গা নবমীর এই দিনে এবং সর্বদা অনিষ্টগুলি দূর করা। চারপাশের বিশ্বে প্রবাহিত হোক, দুর্গা নবমীর এই দিনে এবং সর্বদা অনিষ্টগুলি দূর করা।


এই শুভ দিনটি সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক, পরিবেশ এবং ভালবাসায় ভরে যায়, অতএব, আমি আপনাকে একটি মহান মহা নবমী কামনা করি!


মহানবমীর শুভ উপলক্ষে মা দুর্গা আপনার সমস্ত কামনা পূরণ করে। শুভ মহানবমী।


Maha Saptami Wishes, SMS In Bengali - Durga Puja মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তা মেসেজ



দেবী দুর্গার সাথে তাঁর অনুগ্রহের ঝর্না ও আশীর্বাদ আমাদের বাড়ী এবং হৃদয় এটি পূরণ করে, এই নবরাত্রি অতিরিক্ত বিশেষ হতে পারে, বিশ্বের সাথে এই মুহূর্তটি ভাগ করে নিতে। শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল


দুর্গা নবমীর এই শুভ উপলক্ষ্যে আমি আশা করি আপনি সমৃদ্ধি এবং সাফল্যের সাথে মা মা দুর্গার দ্বারা ধন্য হন শুভ মহা নবমী


                         🙏জয় মা দুর্গা🙏

শারদীয়া শুভেচ্ছা আপনাকে ও আপনার পরিবারের সকলকেই। 

সায়েরি, কবিতা, ছন্দ, এস এম এস, গুলো ভালো লাগলে অবশ্যই আপনার পরিবার পরিজন এবং বন্ধ ুবান্ধবদের সাথে শেয়ার করুন নিচের 

WhatsApp বোতামটি ক্লিক করুন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিন

আর কেমন ভালো লেগেছে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান

ভালো থাকুন, ভালো কাটুক সবার এ বছরের দুর্গা পুজা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top