মেয়ে পটানোর বিভিন্ন ধরনের টিপস, ট্রিকস, ডায়লগ এবং মেসেজ কবিতা

2

 মেয়ে পটানোর বিভিন্ন ধরনের টিপস, ট্রিকস, ডায়লগ এবং মেসেজ কবিতা গুলো।   

কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো  Meye potanor sms, রোমান্টিক কিছু মেয়েদের ইমপ্রেস করার এস এম এস ও স্ট্যাটাস  meye potanor romantic sms bangla, মেয়ে পটানোর স্ট্যাটাস, meye potanor status, ফেসবুকে মেয়ে পটানোর sms, meye potanor romantic sms, মেয়ে পটানোর রোমান্টিক sms, মেয়ে পটানোর এস এম এস, মেয়ে পটানোর মেসেজ, মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা, মেয়ে পটানো স্ট্যাটাস, meye potanor bangla sms, মেয়ে পটানোর রোমান্টিক কথা



1. আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে আপনার যদি ভালো একটা সম্পর্ক থেকে থাকে। তাহলে আপনি একদিন মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন-

তুমি সারাক্ষন আমার হৃদয়ে আর মাথায় যে পরিমান ঘুর-পাক খাও তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়েও ঘুরে আসতে পারতে।


2.

যে মেয়ের সাথে আপনি ১ বছরের ও বেশি সময় ধরে রিলেশন করতেছেন। এমন মেয়েকে একদিন রোমান্টিক মূহূর্তে এটি বলতে পারেন।


যদি ফ্রেব্রুয়ারি মাস ২৮ দিনে না হয়ে ৩০ দিনে হতো। তাহলে বছরে আরো ২ দিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য। বা তোমার সাথে কথা বলার জন্য।


3. আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে মেসেজ বা ফোন কলে কথা বলার সময় তাকে এটি বলতে পারেন-


আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক। আমার হৃদয় ঠিকই ভাইব্রেট হয়ে যায়।


অথবা তাকে এটিও বলতে পারেন-

আমার ফোনে তোমার কল আসলে, ফোনে রিংটোন বেঁজে উঠুক বা না উঠুক। আমার হৃদয়ে ঠিকই রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে।


4. আপনার ক্রাসকে অথবা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে মজা করে তাকে এটি বলতে পারেন-

আপনিঃ তুমি কি জানো..?


মেয়েঃ কি..?

আপনিঃ তুমি যখন থেকে আমার লাইফে ইনস্টল হয়েছো। তখন থেকে আমার লাইফ সুপার ফাস্ট হয়ে গেছে।


5. আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মজা করে তাকে এটি বলতে পারেন-


যেদিন থেকে তুমি আমার হৃদয়ে এসেছো সেদিন থেকে আমার হৃদয়ে আসার রাস্তা গুগল ম্যাপ থেকেও ডিলিট হয়ে গেছে।


মেয়ে পটানোর বিভিন্ন ধরনের টিপস & ট্রিকস, ডায়লগ এবং মেসেজ পেতে এখনই ডাউনলোড করে নিন "থেরাপি বাজ" মোবাইল অ্যাপ্লিকেশন।


6. আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য অথবা যে কোন মেয়েকে প্রপোজ করার সময় তাকে এটি বলতে পারেন-

আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয়তো ভুলে যেতে পারি। বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব।


7. যে কোন মেয়েকে ব্যতিক্রমধর্মী স্টাইলে প্রশংসা করে যদি পটাতে চান বা মজা দিতে চান। তাহলে মেয়েটিকে এটি বলতে পারেন-

আপনিঃ তুমি জানো..? তোমাকে কিসের মতো লাগে..?

মেয়েঃ কিসের মতো..?

আপনিঃ তোমাকে সেন্টার ফ্রুটের মতো লাগে।

বাহিরে কিউট আর ভিতরে সুইট।


8. যদি কোন মেয়ের হাসির প্রশংসা করতে চান পাশাপাশি মেয়েটিকে মজাও দিতে চান। তাহলে মেয়েটির হাসি দেখে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন-

আপনিঃ প্লিজ এতো মিষ্টি করে হাসি দিওনা!

মেয়েঃ কেন..?

আপনিঃ তুমি টিভিতে পেপসোডেন্টের বিজ্ঞাপন দেখনি? বেশি মিষ্টি খেলে দাঁতে ক্যাভেটি হয়।


9. যে মেয়ের সাথে আপনি আগে থেকেই মজা করেন, দুষ্টামি করেন। এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে মেয়েটিকে দেখে এটি বলতে পারেন-

আপনিঃ তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে?

মেয়েঃ না। অথবা বলতে পারেঃ কেন..?

আপনিঃ তোমাকে দেখে আমার হৃদয়ে তো আগুন লেগে গেছে।

ডায়লগ টা দেওয়ার একটু পর মুচকি হেসে বলবেনঃ মজা করলাম। তবে সত্যিই তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু! 


10. আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন। এমন মেয়েকে পটাতে চাইলে, মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন-

আপনিঃ তোমার কাছে কি হেলমেট আছে..?

মেয়েঃ না! অথবা বলতে পারেঃ কেন..?

আপনিঃ থাকলে প্লিজ আমাকে দাও। তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তো ২০০ কিঃ মিঃ স্পিডে ছুটতেছে। কখন যে এ্যাকসিডেন্ট হয়ে যায়, বলা যায়না..।


মেয়ে পটানোর সেরা ৫ টি ডায়লগঃ-  

হ্যালো বন্ধুরা, আজকে আমি মেয়ে পটানোর অসাধারন ৬টি ডায়লগ নিয়ে হাজির হয়েছি।

এই ডায়লগ গুলো ইউজ করে যে কোন মেয়েকে ইমপ্রেস করতে পারবেন।

তো চলুন কথা না বাড়িয়ে ডায়লগ গুলো দেখে নিন।

-

ডায়লগ নাম্বার - ১ :-

আপনি যদি কোনো মেয়েকে প্রশংসা করে পটাতে চান।

তাহলে মেয়েটির কন্ঠের প্রশংসা করা স্বরুপ, মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।

-

ক্যাটবেরি চকলেট ও এতোটা মিষ্টি লাগেনা।

তোমার কথা যতোটা মিষ্টি লাগে।

-

ডায়লগ নাম্বার - ২ :-

আপনি যে মেয়েকে অনেক বেশি পছন্দ করেন।

অর্থ্যাৎ যে মেয়েটি আপনার কাছে একদম স্পেশাল।

এমন মেয়েকে ইমপ্রেস করতে মেয়েটিকে এটি বলতে পারেন।

-

তুমি একদম আলাদা..!

অনেকটা বকুল ফুলের গন্ধের মতো।

যার সাথে অন্য কোন কিছুর তুলনা হয়না।

-

ডায়লগ নাম্বার - 3 :- 

আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন।

এমন মেয়েকে পটাতে চাইলে, মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।

-

তোমার কাছে কি হেলমেট আছে..?

মেয়েঃ না,

অথবা বলতে পারেঃ কেন..?

আপনিঃ থাকলে প্লিজ আমাকে দাও।

তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তো ২০০ কিঃ মিঃ স্পিডে ছুটতেছে।

কখন যে এ্যাকসিডেন্ট হয়ে যায়, বলা যায়না..।

-

ডায়লগ নাম্বার - ৪:-

যে মেয়ের সাথে আপনি আগে থেকেই মজা করেন, দুষ্টামি করেন।

এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে মেয়েটিকে দেখে এটি বলতে পারেন।

-

তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে?

মেয়েঃ না।

অথবা বলতে পারেঃ কেন..?

আপনিঃ তোমাকে দেখে আমার হৃদয়ে তো আগুন লেগে গেছে।

-

ডায়লগ টা দেওয়ার একটু পর

মুচকি হেসে বলবেন ঃ মজা করলাম।

তবে সত্যিই তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু।

-

ডায়লগ নাম্বার - ৫ :- 

যদি কোন মেয়ের হাসির প্রশংসা করতে চান পাশাপাশি মেয়েটিকে মজাও দিতে চান।

তাহলে মেয়েটির হাসি দেখে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।

-

প্লিজ এতো মিষ্টি করে হাসি দিওনা!

মেয়েঃ কেন..?

আপনিঃ তুমি টিভিতে পেপসোডেন্টের বিজ্ঞাপন দেখনি?

বেশি মিষ্টি খেলে দাঁতে ক্যাভেটি হয়।


মেয়ে পটানোর স্ট্যাটাসঃ-


 

মেয়ে পটানোর রোমান্টিক এস এম এস - 

স্ট্যাটাসঃ

This is Meye Potanor Romantic SMS - Proposal SMS Bengali - Bangla

Are You Searching ফেসবুকে মেয়ে পটানোর sms,meye potanor tips in bengali language,মেয়ে পটানোর রোমান্টিক কথা,meye potanor romantic sms bangla,মেয়ে পটানো রোমান্টিক কবিতা,meye potanor therapyমেয়ে পটানোর প্রশ্ন,মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা,ফেসবুকে মেয়ে পটানোর মেসেজ,ফেসবুকে মেয়ে পটানো স্ট্যাটাস,মেয়ে পটানোর রোমান্টিক sms, phone meye potanor tips,meye potanor tips sms,মেয়ে পটানোর থেরাপি বাংলা, meye potanor tips in bengali language,gf potanor tips,meye potanor romantic sms,meye potanor romantic sms bangla,meye potanor jadu montro,meyeder impress korar upay, We always try to give you the fresh SMS - story. So we hope you will enjoy it after reading this love Romantic SMS bengali. So let’s see what is waiting for you.


Proposal SMS No:1


তোমার পথ চলার সঙ্গী Hote চাই।

তোমার পায়ে পা মিলিয়ে

তোমার আঙ্গুলটি ধরে

Kichu পথ চলতে চাই।

অনেক ঘুরে বেড়িয়েছি Ektu ভালোবাসার খোঁজে।

তোমার চোখে J ভালোবাসা খুঁজে পেয়েছি।

সেটাকে স্বযতনে বুকে জড়িয়ে নিতে চাই।

তোমার Majhe হারিয়ে গিয়ে।

তোমার মাঝেই নতুন এক Amar জন্ম দিতে চাই।

যে আমি জুড়ে শুধু তুমিই থাকবে।

যার প্রতিটি নিঃশ্বাসে শুধু Tomar নামটিই উচ্চারন হবে।

আর থাকবে তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা।

-

I-LOVE-U

প্লিজ হাতটা ধরো না!

-

Proposal SMS No:2


ভালোবাসা কাকে Bole বুঝতাম না।

তুমি বুঝিয়ে দিয়েছো।

ভালোবাসা কতোটা গভীর হতে পারে Jantam না।

তুমি অনুভব করিয়ে দিয়েছো।

লোকে বলে, কারো প্রেমে পড়তে,

কোন কারন লাগেনা।

এটা Amar কাছে ছিলো অবিশ্বাস্য আর অস্পষ্ট।

কিন্তু তোমাকে দেখার পর থেকে বিশ্বাস এসে গেছে।

কারো Preme পড়ার জন্য এক পলকের দেখাই যথেষ্ট।

-

I-LOVE-U

ভালোবেসে ফেলেছি তোমাকে।

সেই প্রথম দেখাতেই।

-

Proposal SMS No:3


ভালোবাসা কাকে বলে সেটির সঠিক সংজ্ঞা Amar জানা নেই।

শুধু এটা জানি।

তোমাকে একটি Polok দেখার জন্য

আমার বুকের ভিতরটা হাহাকার করে।

তোমাকে দেখলেই।

তোমার সাথে কথা বললেই।

মুহূর্তের মাঝেই কেন জানি হার্টবিট টা Bere যায়।

সারাটি ক্ষন মাথায় শুধু Tomar ভাবনায় ঘোর পাক খায়।

আর সবচেয়ে বড় ব্যাপার এটা যে,

Tomar কথা ভাবতে খুব ভালো লাগে।

তোমার কথা ভাবলেই মনের মাঝে অসম্ভব রকম এক Valo লাগা কাজ করে।

আমি জানিনা এগুলো কেন হয়?

আর এগুলোকেই Valobasa বলে কিনা?

যদি এগুলোই ভালোবাসা হয়ে থাকে।

তাহলে বলতে চাই, হ্যা আমি Tomake ভালোবাসি।

আমার নিজের থেকেও বেশি ভালোবাসি।

-

I-LOVE-U

আমি জানিনা এই কথাটি তোমার Hridoy স্পর্শ করবে কিনা?

কিন্তু এটা জেনে রাখো এই কথাটি আমার হৃদয় স্পর্শ করেই বের হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

  1. আর্টিকেল পড়ে খুব ভাল লাগলো ভাই । মুখে ব্রণের দাগ । মেয়েদের এই বিষয় টি আরো বেশি যন্ত্রণা দেয় । চলুন জেনে নেই
    মুখের ব্রণ দূর করার উপায় এবং ঘরোয়া টিপস

    উত্তরমুছুন

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন
To Top