বন্ধু নিয়ে স্ট্যাটাস Best friend WhatsApp Status

0

 

বন্ধু নিয়ে স্ট্যাটাস

Friend holo :- একসাথে খেলা যায় , বেড়ানাে যায় হাসা যায় , জীবন উপভােগও করা যায় কিন্তু তারা বন্ধু হয় না । বন্ধু তাকেই বলা যায় যে একসঙ্গে কাঁদতে পারবে ।




ফ্রেন্ড হলাে

এফ = ফাস্ট আমার জন্য,

আর = রেডি আমার জন্য,

আই = ইন্সপায়ার করে আমাকে,

ই = এনজয় করে আমার সাথে জীবনকে,

এন = নেভার ( কখনো ) ভুলবে না আমাকে,

ডি = ডিয়ার সে হলে তুমি ।


Friend holo:

F = First Amar Jonno,

R = Ready Amar Jonno,

I = Inspire, kore amake,

E = Enjoy kore Amar sathe jibon ke,

N = Never ( Kokhono ) bhulbe na amake,

D = Dear se hole Tumi


আমাদের বন্ধুত্ব আনলিমিটেড রিচার্জের মতন…

এর ভ্যালিডিটি কখনো শেষ হবে না..


আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে।

যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে।

কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন।


বন্ধু নিয়ে স্ট্যাটাস Best friend WhatsApp Status✍✍


Friend holo :- একসাথে খেলা যায় , বেড়ানাে যায় হাসা যায় , জীবন উপভােগও করা যায় কিন্তু তারা বন্ধু হয় না । বন্ধু তাকেই বলা যায় যে একসঙ্গে কাঁদতে পারবে ।


ফ্রেন্ড হলাে

এফ = ফাস্ট আমার জন্য,

আর = রেডি আমার জন্য,

আই = ইন্সপায়ার করে আমাকে,

ই = এনজয় করে আমার সাথে জীবনকে,

এন = নেভার ( কখনো ) ভুলবে না আমাকে,

ডি = ডিয়ার সে হলে তুমি ।


Friend holo:

F = First Amar Jonno,

R = Ready Amar Jonno,

I = Inspire, kore amake,

E = Enjoy kore Amar sathe jibon ke,

N = Never ( Kokhono ) bhulbe na amake,

D = Dear se hole Tumi

বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা ✍✍


আমাদের বন্ধুত্ব আনলিমিটেড রিচার্জের মতন…

এর ভ্যালিডিটি কখনো শেষ হবে না..


আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে।

যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে।

কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন।


১৬ কোটি লোক,

আট কোটি কাজ করে,

৩ কোটি স্টুডেন্ট,

২ কোটি স্বপ্ন দেখে,

২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন প্রেম করে,

বাকি দুজন আপনি আর আমি চলেন বন্ধুত্ব করি।


কে গো তুমি নাম কি গো তোমার,

তুমি কী পাগল না পাগলি,

পর কী শার্ট না শাড়ি,

মুখে কী মেকাপ না দাড়ি,

হাতে কি ব্যাসলেট না ঘড়ি,

তুমি কি নর না নারী,

তুমি কি জিন না পরি,

আমি কি তোমার বন্ধু হতে পারি?

Friendship Status Bangla ✍✍


সত্যিকারের বন্ধু

জীবন থেকে হারিয়ে যেতে পারে,

কিন্তু মন থেকে নয়।

সত্যিকারের ভালোবাসার মানুষ

জীবন থেকে চলে যেতে পারে,

কিন্তু হৃদয় থেকে নয়।


বন্ধু তুই কোথায় গেলি –

আমাকে না বলে..

আমি আজ চেয়ে আছি..

তোর পথের পান..

জানি তুই আসবি ফিরে-

একদিন হঠাৎ করে..

সে দিন ও দেখবি বন্ধু..

আমি যাই নিই তোকে ভুলে।


বন্ধু যদি হও ,মেঘ এর মত,

দুরে যেতে দিব না তো,

বন্ধু যদি হও ,

পাখির মতো ,

উড়ে যেতে দিবো না তো,

কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।


মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয়,,

তখন নিঃস্বাথ্র্ ভাবে যে পাশে দাড়ায় সে হল সত্যিকারের ’বন্ধু’

সকাল হলে এসো তুমি,

শিশির কণা হয়ে ..

সন্ধ্যা হলে এসো তুমি,

রক্ত জবা হয়ে ..

রাত হলে জ্বলো তুমি,

জোনাকি হয়ে ..

সারা জীবন থেকো তুমি,

আমার বন্ধু হয়ে .


“আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি,

অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না ” – উইলিয়াম শেক্সপিয়র


রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।

আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।

গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।

প্রিয় বন্ধু বাংলা এস এম এস✍✍



একটা জীবন মানে একটা গল্প,

একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,

একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,

একটা মিলন মানে একটা সুখের সর্গ ,

আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।


বন্ধু মানে অবহেলা নয়,

বন্ধুকে আপন করে নিতে হয়,

বন্ধু হল সুখ- দুঃখের সাথী,

এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!


বিধাতার হাতে লিখা,

কার সাথে কার হবে দেখা ।

কেউ যানে না কবে কখন ,

কার সাথে গিয়ে মিলবে জীবন ।

তবুও থাকে একটি চাওয়া,

মনের মত বন্ধু পাওয়া ।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ronymampi26@gmail.com

ronymampi26@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top